কাঁচপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো দাদি-নাতনির
Published : Saturday, 18 June, 2022 at 12:00 AM
নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসের ধাক্কায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। তারা হলেন শামসুন্নাহার (৫৯) ও তার নাতনি আরফি আক্তার (৮)। শুক্রবার (১৭ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারা নারায়ণগঞ্জ বন্দর থানার সোনাকান্দা এলাকায় থাকতেন।
নিহত শিশুটির দাদা নূর মোহাম্মদ জানিয়েছেন, বাড়ি যাওয়ার পথে কাঁচপুরের রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তারা দুজন আহত হন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুপুর ১টায় শামসুন্নাহারকে মৃত ঘোষণা করেন। পরে দুপুরে নাতনি আরফিও মারা যান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে দাদি-নাতনির মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।