ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সান্তনা দিতে আবুল হোসেন ছোটনের বাড়িতে এমপি বাহার
Published : Saturday, 18 June, 2022 at 12:00 AM, Update: 18.06.2022 1:09:58 AM
সান্তনা দিতে আবুল হোসেন ছোটনের বাড়িতে এমপি বাহারস্টাফ রিপোটার:
আবুল হোসেন ছোটন ব্যক্তি সার্থে কাউন্সিলর হতে চায়নি সে এই ওয়ার্ডের জনগনের সার্থে নির্বাচন করেছে। এলাকার উন্নয়নের জন্য নির্বাচন করেছে। ছোটন বিজয়ী হতে পারেনি তাতে মন খারাপ করলে চলবে না, মাঠ ছাড়া যাবে না। ছোটনের এক হাত থাকবে আমার সাথে, আরেক হাত থাকবে রিফাতের সাথে।
বৃহস্পতিবার দুপুর ২টায় নগরী ১নং ওয়ার্ডের আবুল হোসেন ছোটনের বাস ভবনের মাঠে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এ কথা বলেন।
তিনি বলেন ,আজকে এই মাঠের মধ্যে যে গণজোয়ার দেখতে পারছি ছোটন নির্বাচনে ফেল করার কথা ছিল না। আজকে যদি আমি নির্বাচনী মাঠে থাকতাম তাহলে আবুল হোসেন ছোটন নির্বাচনে ফেল করে না। এ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে।
সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আপনাদের এলাকা যে কোন কাজ ছোটন করতে পারবে,আমি আ ক ম বাহাউদ্দিন বাহার এবং আরফানুল হক রিফাত দুই জনে ছোটনের পাশে আছি-ইনশাল্লাহ। নৌকা বিজয়ের কথা উল্লেখ্য করে বলেন আমরা ৩১ বছর পর মেয়র পদটি উদ্ধার করতে পেরেছি। সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে আমাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন (ইসি) এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। তাদের চিঠিও ভাষাও সুন্দর ছিলো না। একজন সংসদ সদস্যকে তারা এভাবে বলতে পারেন না। এই আইনটি সংশোধনের জন্য আমি সংসদে কথা বলবো।
এদিকে সকাল থেকে আবুল হোসেন ছোটনের সমর্থীত জনগন তার বাড়ীতে ভিড় করতে থাকে তাকে জড়িয়ে কান্নাকাটিসহ আবেগ গন পরিবেশ সৃষ্টি হতে দেখা যায়।
উল্লেখ্য যে, ১ নং ওয়ার্ডে বিজয়ী কাজী গোলাম কিবরিয়া পেয়েছেন ২৬২১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসাইন ছোটন পেয়েছেন ২২৪৪ ভোট।