বন্যার পানির তোড়ে নেত্রকোণা মোহনগঞ্জ রেলপথের বারহাট্টা উপজেলার ইসলামপুর এলাকায় ৩৪ নম্বর রেলব্রিজটি আজ শনিবার সকাল ৮টার দিকে ভেঙে যায়। এতে নেত্রকোণার সঙ্গে ঢাকা, ময়মনসিংহসহ সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বারহাট্টা রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানি বলেন, পানির তোড়ে ব্রিজের পিলারের কাছে মাটি সরে যাওয়ায় আজ সকাল ৮টার দিকে ব্রিজটি ভেঙে গেছে। বারহাট্টা উপজেলা থেকে মোহনগঞ্জ উপজেলা পর্যন্ত এই রেললাইনের বেশিরভাগ জায়গায় পানি কানায় কানায় রয়েছে।
নেত্রকোণা রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. নাজমুল হক খান জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নম্বর লোকাল ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে যেতে পারেনি। বারহাট্টা স্টেশন থেকে ঘুরে এসে ময়মনসিংহ চলে গেছে। আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।