ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে ৬ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধণা
Published : Sunday, 19 June, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর আশরাফ কামিনী উচ্চ বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ৬ শিক্ষককে বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটির উদ্যোগে গতকাল দুপুরে উৎসবমূখর পরিবেশে বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ওই সংবধর্ণা দেওয়া হয়।
সংবর্ধিত শিক্ষকরা হলেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশীদ, হুমায়ুন কবীর, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কাজী হাবিবুর রহমান, আব্দুল বাতেন ভুইয়া, আবুল কাশেম ও সৈয়দ জাহাঙ্গীর আলম।
ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল্লাহ আল স্বপনের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসীন আজাদের উপস্থাপনায় সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, তানজিমুল মিল্লাত দাখিল মাদরাসার সুপার মাওলানা ওবায়দুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ভূইয়া সেলিম, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম আজাদ ভুইয়া, কমিটির সদস্য সৈয়দ তৈয়বুর রহমান, আল আমিন, অভিভাবক সৈয়দ সিরাজুল ইসলাম, পল্লী ডাক্তার আব্দুল মোমেন, শিক্ষার্থী মোহাম্মদ শাহীন, মারিয়া আক্তার, অর্পিতা সূত্রধর, সালাউদ্দিন, ফারিয়া ভুইয়া, ইয়াছিন মিয়া।
একই সাথে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও কোরআন খতম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, যাত্রাপুর বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসীন আজাদের উপস্থাপনায় বিদায় সংবর্ধণা, বার্ষিক মিলাদ ও কোরআন খতম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যাত্রাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা নজির আহম্মদ, সমাজ সেবক কারী আব্দুর রহিম, কাজী মিলন মিয়া, কাজী জীবন মিয়া ও সৈয়দ মাহফুজ প্রমুখ।