এবার কুমিল্লায় দুই জমজ শিশুর নাম রাখা হয়েছে ‘পদ্মা’ ও ‘সেতু’। মঙ্গলবার জেলার বরুড়া উপজেলার শশইয়া গ্রামের সোহাগ ও ঝুমুর দম্পতির ঘরে এ দুই শিশুর জন্ম হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে এ দুই কন্যাশিশুর জন্ম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। তিনি বলেন, পদ্মা ও সেতুর চিকিৎসা ফ্রি করা হয়েছে। তারা আজীবন দেশের যেকোনও সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল থেকে কোনও ফি ছাড়াই সেবা নিতে পারবে। সিভিল সার্জনের সঙ্গে কথা বলে তাদের একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।
ডা. সোহেল বলেন, নরমাল ডেলিভারিতে নারীদের আগ্রহী করতে অনেক আগ থেকেই কাজ করছি। এই দুই নবজাতকও নরমালে হয়েছে। নবজাতক ও তাদের মা সুস্থ আছে। তাদের জন্মের পরই নাম রাখা হয় পদ্মা ও সেতু। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও উপহার দেওয়া হয়েছে।