ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে বন্ধুর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
সাঈদ হাসান
Published : Tuesday, 21 June, 2022 at 9:58 PM
কুবিতে বন্ধুর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বন্ধু’ এর উদ্যোগে তিন দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও হেপাটাইটিস বি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১জুন) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এফ এম আবদুল মঈন। মঙ্গলবার সকাল ১১টায় থেকে বিকাল ৫টা এবং বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ইয়ং স্টুডেন্টরা সবসময় মানবিক হয় যার প্রমাণ তোমরা। বিশ্ববিদ্যালয়ের কাজ শুধুমাত্র পড়াশোনা করা না। একজন পারফেক্ট মানুষ হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি এধরণের স্বেচ্ছাসেবী সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া উচিত তবেই পূর্ণ মানুষ হওয়া যায়।কুবিতে বন্ধুর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বন্ধুর এটি খুব ভালো একটি উদ্যোগ, যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের জন্য কিংবা আমাদের কোনো রিলেটিভের জন্য রক্ত লাগলে বন্ধু থেকে সংগ্রহ করতে পারবো।’

সংগঠনের সাধারণ মারুফ আহমেদের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এবং সংগঠনটির উপদেষ্টা  সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, সাবেক প্রক্টর অধ্যাপক ড.  কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, আইন বিভাগের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমিন ও সংগঠনটির সভাপতি রাসেল মাহমুদ ভুঁইয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।