ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
Published : Wednesday, 22 June, 2022 at 12:00 AM, Update: 22.06.2022 12:54:14 AM
কুমিল্লায় ফেনসিডিলসহ যুবক গ্রেফতারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ১১৬ বোতল ফেনসিডিলসহ জামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ২১ জুন সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের গোপালনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার দড়িবট গ্রামের মোঃ ইমান হোসেনের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।