Published : Wednesday, 22 June, 2022 at 12:00 AM, Update: 22.06.2022 12:54:57 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত ২০ জুন দুপুরে নারী মাদককারবারী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ২০ জুন দুপুরে দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের, গোপালনগর আদর্শ কলেজ গেইটের সামনে (গোপালনগর - ব্রাহ্মণপাড়া) রাস্তার উপর হইতে জামসেদ আলম (৩২) কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। জামসেদ আলম ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর দঃক্ষিণ পাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এছাড়া এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ চান্দলা ইউনিয়নের শান্তিনগর গামের ওমর ফারুক এর চা দোকানের উত্তর পাশে (টানা ব্রীজ - মন্দবাগ) রাস্তার উপর হইতে নারী মাদককারবারী সাথী @ সালমা(২২) কে এবং পরোয়ানা ভুক্ত আসামী একই ইউনিয়নের চাড়িপাড়া গ্রামের তাজু মিয়ার ছেলে স্বপন মিয়া (২৮) কে গ্রফতার করে। এসময় নারী মাদককারবারী সালমার কাছ থেকে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চাটুয়াখলা গ্রামের শাহ পরানের স্ত্রী।
অপরদিকে নারী এসআই মোছাঃ সোহেনা খাতুন ও এসআই হুমায়ন কবির সঙ্গীয় ফোর্স সহ পরোয়ানা ভুক্ত আসামী ব্রাহ্মণপাড়া থানার সাহেবাবাদ গ্রামের মৃত জুহুর আলীর ছেলে মোঃ কবির হোসেন (৩৫) কে এবং চান্দলা চাড়িপাড়া গ্রামের সানু মিয়ার ছেলে ফারুক মিয়া(৩৬) কে গ্রেফতার করে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা সত্যতা স্বিকার করে বলেন, "আসামীগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"