ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মানব সম্পদ উন্নয়নের দিকে মনোযোগী হতে হবে: ড. কায়কোবাদ
Published : Friday, 24 June, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
একটি দেশ উন্নয়নের একমাত্র উপায় হল মানব সম্পদ উন্নয়ন। যেখানে আমাদের যথেষ্ট অনাগ্রহ আছে। মানব সম্পদ উন্নয়নের আমাদের মনোযোগী হতে হবে গণিত বিভাগের আয়োজনে 'রিসেন্ট এডভান্সমেন্ট ইন ম্যাথমেটিক্স এন্ড এপ্লিকেশন ইন রিয়েল লাইফ' শীর্ষক সেমিনার এ কথা বলেন ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের  অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে গণিত ক্লাবের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের  অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথেটিকাল বায়োলজি (বিএসএমবি) এর প্রেসিডেন্ট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের অধ্যাপক ড. হায়দায় আলী বিশ্বাস। এছাড়াও ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় প্রধান অতিথি আরও বলেন, এক্সিলেন্স অর্জন করতে প্রনোদনার বিকল্প নেই। শিক্ষায় বেশি বেশি প্রণোদনা দিতে হবে। পুরষ্কারের লোভে হলেও জ্ঞান অর্জন করবে শিক্ষার্থীরা। জ্ঞানার্জনের আগ্রহ না থাকলেও টাকা অর্জনের আগ্রহ আছে সবার
অধ্যাপক ড. হায়দায় আলী বিশ্বাস বলেন, বাংলাদেশের গবেষণার চিত্র নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশে অনেকেই ভালো গবেষণা করে। তার মধ্যে একজন হলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর মামুন। উনার সাইটেশন অনেক। ছাত্রদের নিয়ে সাতদিনই ইউনিভার্সিটিতে থাকেন। এই মানুষ গুলোকে নিয়ে আমরা চিনিনা, জানিনা। আবার অনেকে আছে পড়াশোনা করার আগে পত্রিকাতে যায়।  গবেষণা করার আগে জানাতে চায় বিরাট একটা কিছু করে ফেলছি। এরা হলো ভুল মানুষ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা কখনো হতাশাগ্রস্ত হবেনা। নিজেদের কে প্রমাণ করতে হবে। যেখানে চেলেঞ্জ আছে সেখানে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকে। হারিয়ে গেলে চলবেনা।
প্রসঙ্গত, দুইদিনব্যাপী ফেস্টের শেষ দিনে সেমিনার ছাড়াও আরো থাকছে প্রবীণ শিক্ষার্থীদের ইনডোর গেমস, বিদায় ও নবীন বরণ এবং  জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।