ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত
Published : Friday, 24 June, 2022 at 12:00 AM
বারী উদ্দিন আহম্মেদ বাবর :
কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় শ্রেণি কক্ষে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার। নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন. নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন, পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হামিদ, পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া টিটু, উপজেলা যুবলীগ সহ-সভাপতি এইচ এম মহিন উদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী।
নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৪ পদের বিপরীতে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, সংরক্ষিত মহিলা সদস্য ১ পদের বিপরীতে প্রতিদ্বন্ধীতা করেন ২ প্রার্থী। মোট ২৬৪ ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৩০ অভিভাবক। নির্বাচনী ফলাফলে সাধারণ অভিভাবক সদস্য পদে ১৩৭ ভোট পেয়ে প্রথম হন মোহাম্মদ নয়ন, ১০৭ ভোট পেয়ে দ্বিতীয় হন হায়াতুন নবী, ১০৬ ভোট পেয়ে তৃতীয় হন মহসিন মজুমদার, ১০৩ ভোট পেয়ে চতুর্থ হন কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে খোদেজা আক্তার ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হন।
শান্তিপূর্ন ও আনন্দগণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আইনশৃংখলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।