নাঙ্গলকোটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা
Published : Friday, 24 June, 2022 at 12:00 AM
বারী উদ্দিন আহম্মেদ বাবর :
নাঙ্গলকোটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুবের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক, উপজেলা আ’লীগ আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, পৌরমেয়র আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, ওসি তদন্ত কানন চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মাওলানা ছাদেকুর রহমান প্রমুখ। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।