ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে এলইডি টিভিকাপ ফাইনালে আনিছ একাদশ চ্যাম্পিয়ন
মো. হাবিবুর রহমান
Published : Friday, 24 June, 2022 at 9:21 PM
মুরাদনগরে এলইডি টিভিকাপ ফাইনালে আনিছ একাদশ চ্যাম্পিয়ন‘খেলা-ই শক্তি, খেলা-ই বল-মাদক ছেড়ে মাঠে চল’ এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া হাইস্কুল মাঠে শুক্রবার বিকেলে এলইডি টিভিকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টাইগার ক্লাবের উদ্যোগে উক্ত খেলায় রঘুরামপুর একাদশকে ৪-০ গোলে হারিয়ে মোচাগড়া পূর্বপাড়া আনিছ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে।
খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ, বেষ্ট ফ্যাশন ওয়্যার লি: এর এম.ডি মাহমুদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান। ইউপি সদস্য সেলিম মুন্সির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাদারণ সম্পাদক আব্দুস ছালাম ভুইয়া সেলিম, ইউপি সদস্য আনিসুজ্জামান দুলাল, ফারুক সরকার, আল-আমিন খন্দকার, জসিম উদ্দিন সরকার ও ব্যবসায়ী মির্জা আবুল হাসেম প্রমুখ।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জহির রায়হান। সাইড রেফারির দায়িত্বে ছিলেন, আরমান মিয়া ও রবীন মাস্টার। রাশেদুল আল-আমিন রাসেলের নান্দনিক ধারা ভাষ্য বিবরণীতে খেলা পরিচালনা কমিটিতে ছিলেন, সাইদুল ইসলাম কামাল, আহসান হৃদয়, মাইনুদ্দিন, লিয়াকত হোসেন ও গোলাম সারওয়ার। 
উল্লেখ্য, গত ৯ জুন মোচাগড়া প্রিমিয়ারলীগ এলইডি টিভিকাপ ফুটবল খেলা শুরু হয়। এতে ৮টি দল অংশ গ্রহণ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ খোলায়ারদের হাতে এলইডি টিভি,  কাপ ও প্রতিটি খেলোয়াড়কে মেডেল দেয়া হয়।