ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় পিকআপে মাদক পরিবহনের সময় ১০০ কেজি গাঁজাসহ আটক ১
Published : Sunday, 26 June, 2022 at 6:38 PM
কুমিল্লায় পিকআপে মাদক পরিবহনের সময় ১০০ কেজি গাঁজাসহ আটক ১কুমিল্লায় পিকআপের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ২৫ জুন শনিবার  বিকালে জেলার সদর দক্ষিণ মডেল থানার সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কৌশলে পিকাপের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবসার সহযোগী একজন কিশোর’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরণ্যপুর গ্রামের নুরুল হক খানের ছেলে মোঃ জাকির হোসেন জীবন(৩৫) এবং অপর একজন কিশোর। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।কুমিল্লায় পিকআপে মাদক পরিবহনের সময় ১০০ কেজি গাঁজাসহ আটক ১
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা র উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন- তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামী ও কিশোর অপরাধীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।