ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, চাঁদপুরে যুবক গ্রেফতার
Published : Sunday, 26 June, 2022 at 6:42 PM
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, চাঁদপুরে যুবক গ্রেফতারসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল হাই (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ জুন) নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ। আব্দুল হাইয়ের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া এলাকায়। তিনি ওই এলাকার হাফেজ আহমদের ছেলে।

পুলিশ জানায়, ২৩ জুন ‘ফরিদগঞ্জের মাটি’ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকিসহ স্ট্যাটাস দেওয়া হয়। পরে চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে ফরিদগঞ্জ থানা পুলিশ বিষয়টি প্রাথমিক তদন্ত করে। এ বিষয়ে ওই এলাকার হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়মিত মামলা করা হয়। পুলিশ তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতারে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালায়। শনিবার ফরিদগঞ্জ থানা পুলিশের তদন্ত কর্মকর্তা এস আই নুরুল ইসলাম, এএসআই নাঈম ইসলাম গোপনে খবর পেয়ে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় সে। আমরা বিষয়টি জানতে পেরে তাকে গ্রেফতার করেছি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’