Published : Monday, 27 June, 2022 at 12:00 AM, Update: 27.06.2022 2:13:03 AM
হোমনা
প্রতিনিধি: কুমিল্লার হোমনায় দুই মাদকসেবীকে এক মাস করে বিনাশ্রম জেল এবং
একশ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এ আদেশ দেন।
উপজেলাকে
মাদকমুক্ত করার প্রত্যয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে উপজেলার
রেহানা মজিদ মহিলা কলেজের পেছন থেকে চান্দিনা উপজেলার লতিফপুর গ্রামের
সিদ্দিক মিয়ার ছেলে মো. মহিন (২২) ও হোমনা পৌর এলাকার জহিরুল ইসলামের ছেলে
জিএম জানিবুল আলম (৪৩) কে ঊনিশ পুরিয়া গাঁজাসহ আটক করে পুলিশ। হোমনা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই মো. শামীম
সরকার, এএসআই মোরশেদুল হক, এএসআই বদরুল আজিম সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান
পরিচালনা করেন।
পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার
(ভূমি) মিজানুর রহমানের আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক
মাস করে বিনাশ্রম জেল ও একশ টাকা করে অর্থদণ্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।