Published : Monday, 27 June, 2022 at 12:00 AM, Update: 27.06.2022 2:13:19 AM
তানভীর
দিপু: মাদক সেবন রোধ করি সৃস্থ সুন্দর জীবন গড়ি এ প্রতিপাদ্য নিয়ে
কুমিল্লায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস
পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আধিদপ্তর
কুমিল্লার আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য
রযাি লী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান
অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট শিউলী রহমান তিন্নির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, জেলা ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ
চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার
সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ
গ্রহণ করা ১৮ জন শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রধান
অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন,মাদক অপরাধের বিরুদ্ধে
সামাজিক আন্দোলনের অংশ হিসেবে পরিবারের পক্ষ থেকেই মাদকাসক্ত সদস্যকে
চিকিৎসার ব্যাপারে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের প্রতি সুন্দর জীবন যাপনের
অংশ হিসেবে তাদের অসৎ সঙ্গ ত্যাগ করা, কখনো হতাশাগ্রস্থ না হওয়া, সকল
ধরনের সমস্যা নিয়ে বাবা মার সাথে আলোচনা করা, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ
করা ও সকাল প্রকার খারাপ আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখার প্রতি গুরুত্ব
দিতে হবে। সন্তানদের সাথে বাবা মায়ের আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে।
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর,কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন,
মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স শ্লোগানকে সামনে রেখে
মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
জেলা
প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলী রহমান তিন্নী বলেন, মাদকের
অপরাধ রোধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে পরিবারের গুরুত্ব অনেক বেশি।
পরিবারের বাবা, মা ও সন্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের
মাধ্যমে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করতে হবে। এছাড়া বাচ্চাদের পড়াশুনার
পাশাপাশি বিভিন্ন পাঠ্যবই বহির্ভূত কার্যক্রম যেমন নাচ, গান ও বই পড়ার
অভ্যাস গড়ে তুলতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার বলেন,
কুমিল্লা জেলা একটি মাদক প্রবণ অঞ্চল হিসেবে পরিচিতি। মাদক নিয়ন্ত্রণের
ক্ষেত্রে এ জেলাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগ
মাধ্যমকে এ বিষয়ে ইতিবাচক ভাবে ব্যবহার করতে হবে।