ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
Published : Sunday, 3 July, 2022 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত পরিদর্শক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। হত্যা মামলার বাদী ও সাক্ষীর স্বাক্ষর জাল করার অভিযোগে গত ২০ জুন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। অভিযোগের তদন্ত করতে পুলিশের গোয়েন্দা শাখার ওসি নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর দেওয়ানপাড়ার বাসিন্দা মো. নবীর হোসেন। এজাহারে উল্লেখ করেন, ২০২১ সালের ১২ সেপ্টেম্বর তার ছোট বোন সাবিনা আক্তার স্বামীর হাতে খুন হন। এ ঘটনায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হত্যা মামলা করেন।
আদালতের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব পান পিবিআইর পরিদর্শক মিজানুর রহমান। তিনি বিষয়টি মীমাংসা করলে ৩৬ লাখ টাকা পাওয়া যাবে বলে লোভ দেখান। এতে রাজি না হয়ে সঠিক তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করলে মিজানুর রহমান তিন লাখ টাকা দাবি করেন। দাবি মতো টাকা না দেওয়ায় মিথ্যা মামলায় জড়ানো হুমকি দেওয়ার পাশাপাশি গত ২৫ ডিসেম্বর আদালতে মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আসামিপক্ষের সঙ্গে যোগসাজশে তিনি এ কাজটি করেন। পাশাপাশি তিনি বাদী ও সাক্ষীদের স্বাক্ষর জাল করেন।
তবে পুলিশ কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী বাদীর বোন আত্মহত্যা করেছে মর্মে প্রতিবেদন দিয়েছি। তদন্ত করে যা পেয়েছি সেটাই করেছি। পরে বাদীপক্ষ নারাজি দেওয়ায় আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) মামলাটি তদন্ত করে একই প্রতিবেদন দেয়।’
প্রতিবেদন বাদীর পক্ষে না যাওয়ায় মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। এ ছাড়া বাদী বা সাক্ষীর স্বাক্ষর জাল করার মতো কোনও বিষয়ও এখানে উল্লেখ নেই বলেও জানান তিনি।