ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাঙ্গরায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
ককটেল বিস্ফেরণ : পুলিশ মোতায়েন
Published : Sunday, 3 July, 2022 at 12:00 AM, Update: 03.07.2022 1:31:17 AM

বাঙ্গরায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল গ্রামে দু-গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। বাড়ীঘর ও দোকানপাঠে দফায়, দফায় হামলা ভাংচুর, লুটপাট এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি তাজা ককটেল উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
চন্দনাইল গ্রামের শাহআলম বলেন, আমাদের গ্রামের ঈদগাহ, কবরস্থানের প্রজেক্ট নিয়ে শুক্রবার বিকেলে গ্রামবাসীর একটি বৈঠক ছিল। সাবেক  ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম আমাদেরকে বৈঠকে থাকতে বলেছিল, এতে গন্ডগোল হবে জেনে আমরা যাইনি। বাদ মাগরিব প্রতিপক্ষরা আমাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে আমার ছোট ভাই মাসুদ ও মামুনের দোকান ভাংচুর শেষে লুটপাট করে।
অপর দিকে একই গ্রামের তপু মিয়া বলেন, ঈদগাহ, কবরস্থানের প্রজেক্ট নিয়ে ডাকা বৈঠকে একটি পক্ষ আসেনি। সন্ধ্যার পর আমার ভাই সবুজ মেম্বার ও বাবা মিন্টু মিয়াকে নিয়ে বাজারে গেলে প্রতিপক্ষরা আমাদের উপর হামলা চালায়। তারা একটি সিএনজি ও একটি অটোবাইক ভাংচুর করে। হামলায় আমি, আমার ভাই সবুজ মেম্বার, বাবা মিন্টু মিয়া ও প্রতিবেশি সালাউদ্দিনসহ ৫ জন আহত হই। এরমধ্যে সবুজ মেম্বার ও আমার বাবা মিন্টু মিয়া গুরতর আহত হওয়ায় চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি তাজা ককটেল উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় এক পক্ষ অভিযোগ দিতে এসেছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।