ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় অনুমোদনহীন এক্সরে মেশিন স্থাপন করে চিকিৎসা করায় ১ লক্ষ টাকা জরিমানা
ইসমাইল নয়ন।।
Published : Monday, 4 July, 2022 at 8:31 PM
ব্রাহ্মণপাড়ায় অনুমোদনহীন এক্সরে মেশিন স্থাপন করে  চিকিৎসা করায় ১ লক্ষ টাকা জরিমানাকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনুমোদনহীন এক্সরে মেশিন বাড়িতে স্থাপন করে হাড় ভাঙ্গা চিকিৎসা করার দায়ে মোসাঃ হেপি আক্তার (২৮) নাম এক মহিলাকে  ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  ৪ জুলাই উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার নেতৃত্বে ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে যানা যায়, কিছু দিন যাবত বাড়িতে অনুমোদনহীনভাবে এক্সরে মেশিন স্থাপন করে হাড় ভাঙ্গার চিকিৎসা করে আসছে ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া পশ্চিম পাড়া গ্রামের হ্যাপি আক্তার। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিট্টেট সোহেল রানা অভিযান পরিচালনা করেন।

এ সময় মোসাঃ হ্যাপি আক্তারের বিরোদ্ধে অভিযোগ প্রমাণীত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন এবং এক্সরে মেশিন ২ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয় মালাপাড়া ইউপি চেয়ারম্যানকে।

অভিযানের সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার উপস্থিত ছিলেন।