ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পচেত্তিনোকে সরিয়ে দিলো পিএসজি
Published : Wednesday, 6 July, 2022 at 12:00 AM
গত কয়েক সপ্তাহ ধরেই মাউরিসিও পচেত্তিনোর চাকরি ঝুলছিল। অবশেষে এলো প্রত্যাশিত ঘোষণা। প্যারিস সেন্ট জার্মেই বরখাস্ত করেছে আর্জেন্টাইন কোচকে। মঙ্গলবার তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
গত মৌসুমে পিএসজি লিগ ওয়ান ট্রফি জিতলেও প্রতীক্ষিত চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার মাশুল দিতে হলো টটেনহ্যামের সাবেক কোচকে। মঙ্গলবার ক্লাবটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পচেত্তিনোকে বরখাস্তের ঘোষণা দেয়, ‘প্যারিস সেন্ট জার্মেই নিশ্চিত করছে যে ক্লাবে মাউরিসিও পচেত্তিনোর ভূমিকা শেষ হয়েছে।’
তারা আরও বলেছে, ‘আর্জেন্টাইন কোচ ও তার দল ২০২১ সালের জানুয়ারিতে ক্লাবে যোগ দিয়েছিলেন। রগ অ্যান্ড ব্লুজের সাবেক অধিনায়ক পচেত্তিনো ৮৪টি প্রতিযোগিতামূলক ম্যাচের দায়িত্বে ছিলেন। তার অধীনে প্যারিস সেন্ট জার্মেই ট্রফি দেস চ্যাম্পিয়নস ও ফরাসি কাপ জিতেছিল, এছাড়া গত এপ্রিলে ক্লাবের ঐতিহাসিক দশম লিগ ওয়ান শিরোপাও অর্জন করেছিল। পচেত্তিনো ও তার স্টাফদের কাজের জন্য ক্লাব ধন্যবাদ জানায় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।’
পচেত্তিনো ও তার দলকে দেড় কোটি ইউরো ক্ষতিপূরণ দিয়েছে পিএসজি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্রিস্টোফার গালটিয়ের এই আর্জেন্টাইন কোচের উত্তরসূরি হতে যাচ্ছেন। স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর উত্তরসূরি হওয়া সাবেক লিঁল কোচ লুইস কাম্পোসের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।