কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী দুই কাউন্সিলর প্যারোলে মুক্তি নিয়ে শপথ নেবেন। মঙ্গলবার (৫ জুলাই) পুলিশের পাহারায় কুমিল্লা কারাগার থেকে তাদের ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে নেওয়া হবে। সেখানে ভার্চুয়ালি শপথ অনুষ্ঠানে যোগ দেবেন তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন, বিষ্ণপুর মুন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম কিবরিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।’
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, ‘মঙ্গলবার কুসিক নির্বাচনে বিজয়ীদের শপথ। সেখানে যোগ দিতে কারাগারে থাকা দুই কাউন্সিলরের প্যারোলে মুক্তির একটি নথি পেয়েছি। তাদেরকে আগামীকাল সকালে পুলিশের দায়িত্বে মুক্তি দেওয়া হবে। আবার নির্দিষ্ট সময় পর কারাগারে পাঠানো হবে।’
এর আগে, ২০২১ সালের অক্টোবরে কুমিল্লার নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার ঘটনার মামলায় গত ২১ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী দুই কাউন্সিলরসহ আট জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জেলা দায়রা জজ আতাব উল্লাহ এই আদেশ দেন।