কোহলি এখন ভারতীয় দলের ‘বিরাট’ বোঝা!
Published : Wednesday, 6 July, 2022 at 12:00 AM
কিছুক্ষণ
আগেই শেষ হয়ে গেল এজবাস্টন টেস্ট। জো রুট আর জনি বেয়ারস্টোর ওয়ানডে
মেজাজের ব্যাটিংয়ে রান তাড়ার রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড। দুই ইনিংসেই
সেঞ্চুরি হাঁকিয়েছেন বেয়ারস্টো। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তাকে স্লেজিং
করতে গিয়ে খেপিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি।
সেই রাগে ভারতীয় বোলারদের বেদম প্রহার করেন বেয়ারস্টো। আর কোহলি? তিনি যেন সেই ব্যর্থতার সাগরে নিমজ্জিত এক নাবিক।
যতই
দিন যাচ্ছে, একসময়ের বিশ্বসেরা ব্যাটার বিরাট কোহলির ব্যর্থতার পাল্লা
ভারী হয়ে উঠছে। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ১১ রান। দ্বিতীয়
ইনিংসে ২০ রানের বেশি করতে পারেননি। এই নিয়ে টানা ৭৫ ইনিংস তিন অংকের ঘরে
যেতে পারেননি কোহলি! ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক কোহলির এই
ইনিংসগুলোর দিকে তাকানো যায় না! এতটাই ব্যর্থ তিনি! তাহলে এই মুহূর্তে
কোনদিকে যাচ্ছে কোহলির ক্যারিয়ার?
দলের সবচেয়ে বড় তারকার ফর্মে ফেরার
আশায় দুই বছরের বেশি সময় ধরে অপেক্ষায় আছেন ভক্তরা। কিন্তু আর কত?
ধৈর্য্যের তো একটা সীমা থাকে। তাই বেশ কিছুদিন ধরেই কোহলিকে দল থেকে বাদ
দেওয়ার দাবি উঠেছে। আইপিএল শেষে তিনি কিছুদিন বিশ্রামেও ছিলেন। কিন্তু
বিশ্রাম থেকে ফিরে রানের দেখা পাননি। সম্প্রতি বিসিসিআই সভাপতি সৌরভ
গাঙ্গুলীও বলেছেন, 'কোহলির ফর্মে ফিরতে একটু বেশিই সময় লাগছে'।
খারাপ
ফর্ম এবং জনদাবির প্রেক্ষিতে কোহলির মতো ক্রিকেটারকে হয়তো দল থেকে বাদ
দেওয়া হবে না, তবে প্রতিদিন নতুন করে চাপ বাড়ছে তার ওপর। একটা বড় ইনিংসই
কোহলির ঝিমিয়ে পড়া ক্যারিয়ারকে আবার সতেজ করে দিতে পারে। সেই ইনিংসটা যে
কবে আসবে- তা কেউ জানে না।