দেশের বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু
কিশোরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ৬ জুলাই কোটি ভক্তকে
কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তাঁকে স্মরণ করে ইত্যাদির পরিচালক,উপস্থাপক হানিফ সংকেত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন।
নিচে হানিফ সংকেতের স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
‘আজ বন্ধু এন্ড্রু কিশোরের দ্বিতীয় প্রয়াণ দিবস। দেখতে দেখতে দু-বছর হয়ে গেলো কিশোর নেই। এন্ড্রু কিশোর-বাংলা গানের ঐশ্বর্য। যার খ্যাতির চাইতে কণ্ঠের দ্যুতি ছিলো বেশি। এই গানের জন্যই মানুষ তাঁকে ভালোবাসতো। কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি মানুষের সঙ্গেও প্রাণ খুলে মিশতে পারতো। একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিলো কিশোর।। যার তুলনা সে নিজেই। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু ভুলিনি তোমায়-ভুলব না-ভুলতে পারবো না। যেখানে থাকো ভালো থেকো।’
উল্লেখ্য,আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এন্ড্রু কিশোর। ১৯৮২ সালে ‘বড় ভালো
লোক ছিল’ চলচ্চিত্রের ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানের জন্য তিনি প্রথম
জাতীয় পুরস্কার পান।
বাংলা চলচ্চিত্রে ১৫ হাজারেরও বেশি গান গেয়েছেন
তিনি। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে জীবনের গল্প আছে বাকি অল্প,
হায়রে মানুষ রঙ্গীন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো
মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন, ভেঙেছে পিঞ্জর
মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি।