ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার কাগজ পোর্টালের সরকারি নিবন্ধন অর্জন
Published : Friday, 8 July, 2022 at 12:00 AM, Update: 08.07.2022 1:12:12 AM
কুমিল্লার কাগজ পোর্টালের সরকারি নিবন্ধন অর্জননিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় প্রথম অনলাইন পোর্টাল হিসেবে সরকারি অনুমোদন পেলো দৈনিক কুমিল্লার কাগজের অনলাইন পোর্টাল কুমিল্লার কাগজ ডটকম। বৃহস্পতিবার তথ্য অধিদপ্তর থেকে প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া সাক্ষরিত অনুমোদনপত্র সংগ্রহ করেন দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয়। জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭(সংশোধিত-২০২০) বিধিতে এই অনুমোদন পেলো কুমিল্লার কাগজ ডটকম।  
নিবন্ধন পাওয়ার পর দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় অভিব্যক্তি জানিয়ে বলেন, আজ (বৃহস্পতিবার) অনলাইন নিউজ পোর্টাল হিসেবে  www.comillarkagoj.com এর সরকারি নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করলাম। এটিই প্রথম কুমিল্লার কোন অনলাইন নিউজ পোর্টাল যেটি সরকারি নিবন্ধন পেলো। সেই সাথে একমাত্রও। কুমিল্লার মানুষের সহযোগিতায় কুমিল্লার সবচেয়ে জনপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজের এই অর্জন। সাহসের সাথে সবসময় সত্য প্রকাশ আমাদের মূলনীতি। আপনাদের সহযোগিতা নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ ধরে কুমিল্লার কাগজ এগুবে। সেই প্রত্যয় রইল।
গত ৩০ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখার যুগ্মসচিব (প্রেস) এস এম মাহফুজুল হক সাক্ষরিত চিঠিতে কুমিল্লার সর্বাধিক জনপ্রিয় পত্রিকা দৈনিক কুমিল্লার কাগজের অনলাইন পোর্টালকে প্রাথমিক ভাবে নিবন্ধনের অনুমতিক্রমে নির্দেশ প্রদান করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।