ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুসিক মেয়র রিফাতের দায়িত্ব গ্রহণ
Published : Friday, 8 July, 2022 at 12:00 AM, Update: 08.07.2022 12:44:03 AM
কুসিক মেয়র রিফাতের দায়িত্ব গ্রহণজহির শান্ত ||
কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২ টায় নগর ভবনে এসে মেয়রের দায়িত্বভার বুঝে নেন তিনি। এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুইয়াসহ কর্মকর্তা এবং কর্মচারীরা মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের সাথে সিটি কর্পোরেশনের প্রথম সভায় মিলিত হন তিনি।
এর আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মেয়র আরফানুল হক রিফাত বলেন, আমাকে যারা ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি শততার সাথে মেয়রের দায়িত্ব পালন করবো; কোনোপ্রকার দুর্নীতির সাথে নিজেকে জড়াবো না।
তিনি বলেন, অতীতে যারা এই সিটি কর্পোরেশনে দুর্নীতি ও লুটপাট করেছেন, তাদের শ্বেতপত্র প্রকাশ করা হবে। অচিরেই তা করা হবে। এজন্য আমি নগরভবনের সকলের সহযোগিতা চাই। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে সহযোগিতা করুন, কোনো অনিয়মের সাথে নিজেকে জড়াবেন না। অনিয়মে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
দায়িত্ব নেওয়ার পর শুরুতেই কুমিল্লা নগরীর জলাবদ্ধতা ও যানজট নিরসনে উদ্যোগী হবেন বলেও জানান মেয়র রিফাত।
মেয়র রিফাত বলেন, নির্বাচনের আগে যা কথা দিয়েছি তা রাখতে চেষ্টা করবো। আমি মেয়র বা নগরপিতা হতে আসিনি। জনগণের সেবক হতে চাই। সেবা করতে এসেছি এবং তাই করবো। ঈদের পরেই আমার নেতাকর্মীদের সঙ্গে বসবো, কাউন্সিলরদের সঙ্গে বসবো, নগরবাসীর সঙ্গে বসবো। কোথায় কোন সমস্যা রয়েছে সবার পরামর্শ নিয়ে সমাধানের চেষ্টা করবো। কুমিল্লার সবচেয়ে বড় সমস্যা যানজট ও জলাবদ্ধতা। যানজট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। সিটি কর্পোরেশনের ভেতরের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। কুমিল্লার মানুষকে একটি সুন্দর নগরী উপহার দেবো।
প্রসঙ্গত, গত ১৫ জুন অনুষ্ঠিত কুসিক নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন আরফানুল হক রিফাত। গত ৫ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কুমিল্লা সিটির মেয়র কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়। ৭ জুলাই দায়িত্বভার বুঝে নিলেন তারা।