ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আমরা চাইলেও ওদের মতো ছয় মারতে পারি না: লিটন
Published : Saturday, 9 July, 2022 at 12:00 AM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই পাওয়ার হিটারের অভাব নিয়ে আক্ষেপ করেছিলেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। সিরিজ শেষে একই সুরে কথা বললেন তারকা ব্যাটার লিটন দাসও। তার মতে, স্বাগতিকদের মতো চাইলেই ছয় মারতে পারে না বাংলাদেশের ব্যাটাররা।
বৃহস্পতিবার ৫ উইকেটের পরাজয়ে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ম্যাচ হারের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন লিটন। নিজেদের ব্যর্থতার মেনে নেওয়ার পাশাপাশি কাইল মায়ার্স (৩৮ বলে ৫৫) ও নিকোলাস পুরানকেও (৩৯ বলে ৭৪) কৃতিত্ব দিয়েছেন তিনি।
লিটন বলেছেন, ‘আমাদের বোলিংয়ে পরিকল্পনা বাস্তবায়নে একটু সমস্যা হয়েছে। সব বোলাররা সেভাবে প্রয়োগ করতে পারেনি। এছাড়া মায়ার্স ও পুরানকেও কৃতিত্ব দিতে হবে। খুব ভালো ভালো বলেও ওরা মেরে দিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘এটি ওদের বাড়তি সুবিধা যে ওরা পাওয়ার ক্রিকেট খেলে। যেটা আমরা খেলতে পারি না। আমার মনে হয়, এ জিনিসটাও অনেক সময় কাজ করে বোলারদের মাথায় যে একটু ১৯-২০ হলেই তো তারা মেরে দেবে।’
এসময় ৪১ বলে ৪৯ রানের ইনিংস খেলা লিটন জানান, পাওয়ার হিটার না থাকার কারণে ছয়ের চেয়ে চারের দিকেই বেশি মনোযোগ দেয় বাংলাদেশ। যার প্রমাণ মিলেছে সিরিজের দুই ম্যাচেই। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১৪টি ছক্কার বিপরীতে বাংলাদেশের ছয় ছিল মাত্র ছয়টি।
একই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশের গোটা ইনিংসে যেখানে ছিল মাত্র পাঁচটি ছক্কা, সেখানে পুরান ও মায়ার্স একেকজনের ব্যাট থেকে আসে পাঁচটি করে ছক্কা। বাংলাদেশের ১১ চারের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ মারে ৯টি বাউন্ডারি।
নিজেদের ছয় মারার সামর্থ্যে ঘাটতির কথা জানিয়ে লিটন বলেন, ‘ওরা জন্মগতভাবে অনেক শক্তিশালী। যেকোনো বড় মাঠে ছক্কা মেরে দিতে পারে। যেটা আমাদের দলের অনেকেই সামর্থ্যবান নয়। আমরা সবসময় ব্যাটিংয়ে নেমে চিন্তা করি চার মারার জন্য। আমাদের খেলায় দেখবেন চারই বেশি হয়। যেটা ওদের তুলনায়... ওরা ছয় বেশি মারে। এই পার্থক্য সবসময় থাকে।’