তবে কি চেলসিতেই যাচ্ছেন রোনালদো
Published : Saturday, 9 July, 2022 at 12:00 AM
ক্রিশ্চিয়ানো
রোনালদোকে যে ধরে রাখা সম্ভব হবে না, সেটা ভালোমতোই বুঝে গেছে
ম্যানচেস্টার ইউনাইটেড। এ কারণেই অনিচ্ছা সত্ত্বেও তাঁকে বিক্রি করতে সম্মত
হয়েছে তারা। আর রোনালদোকে দলে ভেড়ানোর দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে চেলসি। এরই
মধ্যে ১৪ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও দিয়েছে ব্লুজরা। রোনালদোর মতো একজন
সুপারস্টারকে দলে টেনে চমক দিতে চান চেলসির নতুন মালিক টড বোয়েল। তাই মরিয়া
হয়ে উঠেছে চেলসি।
চতুর্থ দিনের মতো ম্যানইউর অনুশীলনে হাজির হননি ৩৭
বছর বয়সী রোনালদো। প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে ম্যানইউর সঙ্গে তাঁর
থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া যাওয়াও নিশ্চিত নয়। বিভিন্ন গণমাধ্যমের খবর, এ
সফরে রোনালদো যাচ্ছেন না। নতুন দলে যাবেন বলেই এখন ম্যানইউর প্রাক-মৌসুম
কার্যক্রমে অংশ নিচ্ছেন না তিনি। আজ শুক্রবার নতুন মৌসুমের জার্সি প্রকাশ
করবে ম্যানইউ। সেই অনুষ্ঠানেও রোনালদো থাকবেন না বলে এরই মধ্যে ক্লাবের
পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এত দিন তাঁকে দলে ভেড়ানোর তালিকায় চেলসির
সঙ্গে ন্যাপোলি ও বায়ার্ন মিউনিখের নামও শোনা গিয়েছিল। তবে গত পরশু
বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান জানিয়ে দিয়েছেন যে, রোনালদোকে দলে
টানার দৌড়ে তাঁরা নেই। ফলে বাকি রইল চেলসি ও ন্যাপোলি। তবে প্রভাবশালী
ফুটবল ওয়েবসাইট 'মার্কা' বেশ জোরের সঙ্গে বলেছে যে, চেলসিতে নাম লেখাতে
যাচ্ছেন রোনালদো।
সম্প্রতি রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেজের সঙ্গে আবার
বৈঠক করেছেন চেলসির মালিক বোয়েল। এর পরই প্রস্তাবটি পাঠিয়েছে চেলসি।
রোনালদোর জন্য অর্থের সঙ্গে আক্রমণভাগের একজন খেলোয়াড় দিতেও রাজি তারা।
রোনালদো চেলসিতে আসার ব্যাপারে আগ্রহী হয়েছেন দুটি কারণে। প্রথমত চেলসি
চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এবং দ্বিতীয়ত তারা রোনালদোকে প্রিমিয়ার লিগের
সবচেয়ে বেশি বেতন দিতে রাজি। চেলসির নতুন মালিক বোয়েলের পরিকল্পনাও নাকি
রোনালদোর মনে ধরেছে।