ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উইন্ডিজ সিরিজের পর সিদ্ধান্ত জানাবেন তামিম
Published : Saturday, 9 July, 2022 at 12:00 AM
টি২০ দলে না থেকেও নিয়মিতই আলোচনায় আছেন তামিম ইকবাল। টি২০ ছেড়ে দিয়েছেন কিনা, সে ঘোষণা তো দিচ্ছেনই না, উল্টো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনা উসকে দিতে দেখা যায় তাঁকে। টি২০ খেলা নিয়ে বাঁহাতি এ ওপেনারের নীরবতায় ধাঁধায় পড়তে হচ্ছে বিসিবিকে। তারাও বুঝতে পারছেন না, টি২০ বিশ্বকাপে খেলা নিয়ে তামিমের সিদ্ধান্ত কী হবে। তাই বিসিবিও ওয়ানডে অধিনায়কের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছে। গতকাল বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আশা করছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে অথবা জুলাইয়ের শেষ দিকে তামিম নিজের সিদ্ধান্তের কথা জানাবেন।
তামিম আন্তর্জাতিক টি২০ খেলেন না দুই বছর তিন মাস। তিনি শেষ টি২০ খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। গত বছর ২০ ওভারের কোনো ম্যাচই খেলেননি। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। মূলত বাঁহাতি এ ওপেনারের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হওয়ায় স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। কৌশলগত কারণে হয়তো সরে দাঁড়ানোর ঘোষণা দেননি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিসিবির কাছ থেকে ছয় মাস চেয়ে নিয়েছিলেন তিনি। সে সময় শেষ হবে এ মাসেই। এ কারণেই হয়তো আশাবাদী জালাল ইউনুস, 'হয়তো এই সিরিজের পর বা জুলাই শেষে জানাবে। জুলাই পর্যন্ত সময় নিয়েছে, আগস্টে জানানোর কথা। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে হয়তো জানিয়ে দেবে। আমাদের দিক থেকে তাকে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। তার সঙ্গে অনেক মিটিং হয়েছে। তারই এখন জানানোর কথা। বিশ্বকাপে খেলবে কিনা সেটা তো বলেনি এখনও। অ্যাভেইলেবল কিনা তা তো আমাদেরও বলেনি। বিশ্বকাপ তো পরে, সে টি-২০ খেলবে কিনা, এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো ইতিবাচক ছিলাম সবসময়, তাকে চাচ্ছিলাম। সিদ্ধান্ত তার কাছে, আমাদের কাছে না।'
টি২০-র ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে লুকোচুরি করলেও তামিমের অস্ট্রেলিয়া বিশ্বকাপে অন্তত খেলার সম্ভাবনা নেই। টানা সিরিজ মিস করে তা অনেকটাই পরিস্কার করে দিয়েছেন।