ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাসের বক্সে মরলো ১৮ ছাগল
Published : Saturday, 9 July, 2022 at 12:00 AM
কোরবানির হাটে বিক্রির জন্য পাবনা থেকে যাত্রীবাহী বাসের বক্সে করে নিয়ে আসার সময় ১৮টি ছাগল মারা গেছে। পরে বাইপাল এলাকার একটি মার্কেটের সামনে মৃত ছাগলগুলোকে ফেলে দিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা বলেন, পাবনা থেকে বাসের বক্সে করে ঢাকার হাটে বিক্রির জন্য ২০টি ছাগল নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে সড়কে প্রচণ্ড যানজট ছিল। এছাড়া প্রচণ্ড গরমে বাসের বক্সের ভেতরে থাকা ১৮টি ছাগল মারা যায়। পরে বাইপাইল এলাকায় পৌঁছালে বাসের বক্সে ছাগলগুলোকে মৃত অবস্থায় দেখা যায়। এ সময় ছাগলগুলোর মালিক বাইপাইল এলাকায় সড়কের পাশেই কান্নায় ভেঙে পড়েন। পরে দুটি জীবিত ছাগল বাসের ভেতরে উঠিয়ে চলে যান তিনি।
সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক ব্যক্তি পাবনা থেকে বাসের বক্সে করে ছাগল নিয়ে আসছিলো। প্রচণ্ড গরমে ছাগলগুলো মারা গেলে সড়কের পাশে ফেলে রেখে যায়। পরে মৃত ছাগলগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানান তিনি ।

৫০ বছরে বাংলাদেশের অগ্রযাত্রা বিস্ময়কর, লন্ডনে সেমিনারে বক্তারা
পূর্ব লন্ডনের রেডব্রিজ টাউন হলে বাংলাদেশ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই)  ‘ধ্বংসস্তুপ থেকে সমৃদ্ধির পথে: অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
রেডব্রিজ কাউন্সিলের লিডার জ্যাস আথোয়ালের সভাপতিত্বে ও কাউন্সিলর সায়মা আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য দেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, রেডব্রিজ কাউন্সিলের মেয়র থাবাথুরায় জয়ারঞ্জন এবং মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্রের চেয়ার মাহমুদ হাসান।
কাউন্সিল চেম্বারে আয়োজিত এই সেমিনারে ড. আতিউর রহমান তার বক্তৃতায় বলেন, গত ৫০ বছরে বিভিন্ন সময়ে রাজনৈতিক সংকট কিংবা প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও বাংলাদেশ অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ সক্ষমতার বিচারে প্রতিবেশি অনেক রাষ্ট্রের তুলনায় এগিয়ে গেছে।
আলোচনায় অংশ নিয়ে কাউন্সিল লিডার জ্যাস আথোয়াল বলেন, ‘ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি দেশের উন্নয়নে অবদানের পাশাপাশি যুক্তরাজ্যের মূলধারাতেও বিস্ময়করভাবে নিজেদের মেলে ধরতে সক্ষম হয়েছে।’
বাংলাদেশের হাই কমিশনার মুনা তাসনিম তার বক্তব্যে বলেন, ব্রিটেনসহ পশ্চিমা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের একটি আদর্শ দৃষ্টান্ত।’ এছাড়া নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা বেষ্টনি নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি।
মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্রের চেয়ার মাহমুদ হাসান তার বক্তৃতায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সংগ্রাম, সম্ভাবনা ও সাফল্যগাঁথা তুলে ধরেন। রেডব্রিজ কাউন্সিলের মেয়র থাবাথুরায় জয়ারঞ্জন তার সমাপনী বক্তব্যে বাংলাদেশের গত ৫০ বছরের অর্জনকে ‘অসামান্য’ বলে অভিহিত করেন।
সেমিনারের শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন কমিউনিটি ও ব্যবসায়ী নেতা, শিক্ষক, রাজনীতিবিদ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।