Published : Saturday, 9 July, 2022 at 12:00 AM, Update: 09.07.2022 1:54:28 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি ||
ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। গত কয়েকদিন মহাসড়কে যাত্রীদের তেমন চাপ না থাকলেও শুক্রবার সকাল থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন মালিকদের বিরুদ্ধে।
ঈদযাত্রার ভোগান্তি এড়াতে তিনদিন আগেই গ্রামে ফিরছেন অনেকেই। মহাসড়কে যাত্রীদের যানবাহনের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।
শুক্রবার সকাল থেকে দুপুরে পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকা এবং গৌরীপুর বাসস্ট্যান্ডে এমন দৃশ্য দেখা যায়।
যাত্রীরা জানান, গ্রামে পরিবারের সকল সদস্যদের নিয়ে ঈদ করতে বাড়ি ছুটছেন তারা। তবে পরিবহন ভাড়া একটু বেশি মনে হচ্ছে তাদের। বাস হেলপার বেশি ভাড়া নেওয়ার কথা স্বীকার করলেও ঈদের অজুহাত দেখিয়ে বলছেন, বছরে এই কয়েকটা দিনই আমরা একটু বেশি ভাড়া নিয়ে থাকি।
ঢাকা থেকে দাউদকান্দিতে ঈদ করতে আসা মোঃ নাঈম নামে এক চাকরিজীবী বলেন, ঈদের ছুটি কাটাতে বাড়িতে এসেছি। তবে মহাসড়কে সকাল থেকেই যাত্রীদের অনেক চাপ রয়েছে। কোন যানজট ছাড়াই আমি ঢাকা থেকে বিআরটিসি বাস যোগে দাউদকান্দি এসে পৌঁছেছি।
ঢাকা থেকে কুমিল্লা উদ্দেশ্যে ছেড়ে আসা তিসা বাসের যাত্রী আব্দুস সালাম নামে একজন বলেন, মহাসড়কে অনেক পুলিশ ডিউটি করছেন। অতিরিক্ত পুলিশ থাকায় যানবাহনচালকরা এখনো পর্যন্ত সড়কে সুশৃঙ্খলভাবে চলাচল করছেন। তবে ভাড়া একটু বেশি গুনতে হয়েছে। এ বিষয়টা তারা একটু দেখভাল করলে ভালো হতো।
শ্যামলী বাসের যাত্রী লিলি বেগম নামে এক যাত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দেওয়া আমাদের মতো মধ্যবিত্তদের জন্য বেশ কষ্টকর। গ্রামে তো যেতেই হবে, তাই বেশি ভাড়া দিয়েই যেতে বাধ্য হচ্ছি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহুরুল হক জানান, ঈদকে কেন্দ্র করে শহর থেকে গ্রামমুখী হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। মহাসড়কে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের বিশেষ প্রস্তুতি রয়েছে। ঘরমুখো মানুষের নিরাপত্তা বজায় রাখতে কমিউনিটি পুলিশসহ দু’টি করে টহল টিম ২৪ ঘণ্টা মহাসড়কের দাউদকান্দি অংশে দায়িত্ব পালন করে যাচ্ছে।