Published : Saturday, 9 July, 2022 at 12:00 AM, Update: 09.07.2022 1:54:41 AM
জহির শান্ত ||
কুমিল্লায়
আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নতুন কৌশল অবলম্বন করে বিলাসবহুল
ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িতে করে মাদক পরিবহনের সময় ৪৪৮ বোতল ফেনসিডিল
এবং ৪৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার
(৮ জুলাই) ভোরে কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে
শহিদুল ইসলাম (৪৫) নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে মাদক
পরিবহন কাজে ব্যবহৃত বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটিও জব্দ করা হয়
বলে জানিয়েছে র্যাব। গ্রেফতার শহিদুল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭নং
ওয়ার্ডের ভাটারা থানার দক্ষিণ কুড়িল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
শুক্রবার
বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপি-২ কুমিল্লার
কোম্পানী অধিনায়ক ও উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি- সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত
বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির ভিতর কুমিল্লা ও রাজধানী ঢাকাসহ
দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য
ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায়
আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির
বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।