ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বড় জয়  পেলো আবাহনী
Published : Friday, 15 July, 2022 at 12:00 AM
কুমিল্লায় বড় জয়  পেলো আবাহনীশুরুতে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ চোখ রাঙানি দিয়েছিল। কিন্তু শক্তিশালী আবাহনী লিমিটেড গুছিয়ে নিয়ে স্বভাবসুলভ খেলাই খেলেছে। তাতে প্রথমার্ধেই পেয়ে যায় দুই গোল। বিরতিতে যাওয়ার আগে স্বাধীনতা এক গোল শোধ দিয়ে ফেরার ইঙ্গিত দিলেও আবাহনী ফের তোপ দাগালে ব্যাকফুটেই থাকতে হয়েছে তাদের। প্রিমিয়ার লিগে দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে আকাশী-নীল জার্সিধারিরা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাধীনতাকে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার আবাহনীর সীমানায় স্বাধীনতা একাধিকবার বল নিয়ে হানা দিলেও গোল করতে ব্যর্থ ছিল। উল্টো আবাহনী সংগঠিত হয়ে একের পর এক গোলের সুযোগ তৈরি করেছে।
১৫ মিনিটে জীবনের পাসে কলিনদ্রেসের শট ক্রস বারের বাইরে দিয়ে চলে গেলে গোল পাওয়া হয়নি। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে রাকিবের বাঁ পায়ের জোরালো শট গোলকিপার সারোয়ার জাহান ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে প্রতিহত করেছেন। ২০ মিনিটে ঠিকই এগিয়ে যায় আবাহনী। স্বাধীনতার একজন বল ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন কলিনদ্রেসের পায়ে। বক্সের ঠিক বাইরে থেকে দেখেশুনে জালে জড়াতে কোনও সমস্যা হয়নি কোস্টারিকার এই ফরোয়ার্ডের।
৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণও করে আবাহনী। রাকিবের ডান প্রান্তের ক্রসে ইভান মারিচ বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। দোরিয়েল্তন বক্সের ভেতরে বল পেয়ে জায়গা করে নিয়ে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন।
প্রথমার্ধের শেষ দিকে স্বাধীনতাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৪৩ মিনিটে স্বাধীনতা ক্রীড়া সংঘের একটি প্রচেষ্টা নুরুল নাইম ফয়সাল ক্লিয়ার করে দলকে রক্ষা করেছেন। পরের মিনিটে আরও একটি প্রচেষ্টা গোলকিপার সোহেল ক্লিয়ার করতে পারলেও যোগ করা সময়ে জাল আর অক্ষত রাখতে পারেননি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জাহেদুলের ক্রসে ইয়োতা সুজুকি হেডে ব্যবধান কমিয়েছেন।
বিরতির পর আবাহনী আবারও আক্রমণাত্মক ভূমিকায় চলে এলে আধিপত্য নিশ্চিত হয় তাদের। ৫৬ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের গড়ানো শট গোলকিপার ঝাঁপিয়ে রুখে দিলেও পরের মিনিটে আবাহনী স্কোরলাইন ৩-১ করেছে। জীবনের দারুণ পাস থেকে দোরিয়েল্তন ফাঁকায় বল পেয়ে বক্সে ঢুকে পরাস্ত করেন গোলকিপারকে। ৮০ মিনিটে দোরিয়েল্তনের সঙ্গে ওয়ান টু খেলে বক্সে ঢুকে রাফায়েল অগাস্তো বাঁ পায়ের জোরালো শটে স্কোর ৪-১ করেছেন।
এই জয়ে আবাহনী ১৯ ম্যাচে ১২তম জয়ে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইলো। সমান ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘ ১৪তম হারে আগের ৯ পয়েন্ট নিয়ে রেলিগেশনে যাওয়ার অপেক্ষায়।