Published : Friday, 15 July, 2022 at 12:00 AM, Update: 15.07.2022 1:35:26 AM
নিজস্ব প্রতিবেদক: ধর্মীয়
ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লায় পবিত্র ঈদ উল আজহা পালিত হয়েছে। রবিবার
১০ জুলাই বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে
পবিত্র ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ঈদ জামাতে
ইমামতি করেন হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ ইব্রাহিম। জামাতের পূর্বে
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের এমপি
আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র
আরফানুল হক রিফাত এবং কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
সকাল
৮টায় ঈদের জামাত শুরু হওয়ার আগে থেকেই কুমিল্লা নগরী ও আশপাশের এলাকা থেকে
মুসল্লিরা জড়ো হতে থাকেন ঈদগাহ প্রাঙ্গণে। তবে এবার ইদুল ফিতরের মতো কানায়
কানায় পূর্ণ হয়নি ঈদগাহ্ মাঠ। নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর
শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঈদগাহে ঈদের নামাজ শেষে মুসল্লিরা ছুটে যান স্বজনদের কবরস্থানে। তাদের আত্মার মাগফিরাত কামনার পর ব্যস্ত হয়ে পড়েন পশু কোরবানিতে।