Published : Monday, 18 July, 2022 at 12:00 AM, Update: 18.07.2022 1:49:29 AM
ইসমাইল
নয়ন।। গত কয়েকদিনের প্রচন্ড গরম ও তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্থ ও
দুর্বিসহ হয়ে ওঠেছে। তীব্র গরমে পুড়ছে জনপদ, মাঠ-ঘাট । কোথাও স্বস্তির
বাতাস নেই। সর্বত্র গরম আর গরম, কখনও প্রচন্ড, আবার কখনও ভ্যাপসা গরম। আষাঢ়
মাসে এমন তান্ডব চলছে জনপদে, সূর্যের প্রখরতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
দুপুর হতে না হতেই সড়ক বাজার লোক শুন্য হচ্ছে। একটু প্রশান্তির জন্য
গাছতলায় ঠাই নিচ্ছে মানুষ। অসহনীয় তাপ, রৌদ্রযন্ত্রনা জনজীবনকে আরও এক ধাপ
বিপর্যয়ের মুখে নিক্ষিপ্ত করছে।
চারিদিকে কেবল গরম আর গরম। যে গরমে
কেবলমাত্র জনজীবনেই অস্থিরতা আনছে না, নানান ধরনের গরমজনিত এবং পানি বাহিত
রোগ ছড়িয়ে পড়ছে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঘরে ঘরে জ্বর, সর্দি,
কাশি ও ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এবং জ্বরের প্রধান ওষুধ
প্যারাসিটামল এর তীর্ব সংকট দেখা দিয়েছে উপজেলার বিভিন্ন ওষুধের দোকান
গুলিতে, তবে ফামেসীর মালিকরা বলছেন চাহিদা অনুযায়ী প্যারাসিটামল টেবলেট বা
সিরাপ দিচ্ছে না কোম্পানি গুলো তাই কিছুটা সংকটে রয়েছে এ ওষুধ। গরম জনিত
রোগ শিশু আর বৃদ্ধদের বেশি হলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য
বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মো.
মহিউদ্দিন মুবিন বলেন, আবহাওয়া পরিবর্তনের ফলে এখন সব বয়সের মানুষ জ্বরে,
সর্দি, ডায়েরির রোগে আক্রান্ত হচ্ছে। অনেকের ভাইরাসজনিত জ্বর হচ্ছে। এই
জ্বরের মাত্রা থাকে অনেক বেশি। এক্ষেত্রে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এই
চিকিৎসক।