Published : Monday, 18 July, 2022 at 12:00 AM, Update: 18.07.2022 1:49:36 AM
নিজস্ব
প্রতিবেদক: "বৃক্ষ প্রানে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই
বাংলাদেশ " প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের
আয়োজনে কুমিল্লায় মাসব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার নগরীর
টাউন হল মাঠে এ মেলার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও
মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন
বাহার। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার
কাজী মোহাম্মদ আবদুর রহিম, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, জেলা কৃষি
সম্প্রসারন বিভাগের উপ পরিচালক মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে টাউন হল মিলনায়তনে দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় ৩০ টি
ষ্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা প্রদর্শন করা হচ্ছে।
বৃক্ষ মেলার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি
বাহার বলেন, মেলা হবে আগামী প্রজন্মের সন্তানদের জন্য শিক্ষার বিষয়। আমি
বৃক্ষমেলা সংশ্লিষ্ট নার্সারি মালিক এবং বন বিভাগের কর্মকর্তাদের অনুরোধ
করবো- তারা যেন প্রত্যেকটি গাছের জন্য নাম ও বিবরন লিখে রেখে জানিয়ে দেয়া
হয়। বাংলাদেশের মত সবুজ কোথাও নাই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে
তাকালেই সবুজ দেখা যায়।
এমপি বাহার আবারো কুমিল্লা নামে বিভাগ দাবি করে বলেন, কুমিল্লার প্রতিটি মানুষের প্রাণের দাবি কুমিল্লা নামে বিভাগ।