Published : Tuesday, 19 July, 2022 at 12:00 AM, Update: 19.07.2022 2:02:43 AM
নিজস্ব
প্রতিবেদক: মসজিদে এসি বন্ধ রাখার কথা বলা হয়নি বলে দাবি করেছেন বিদ্যুৎ
জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে
সোমবার (১৮ জুলাই) সমন্বয় সভার পর গণমাধ্যমে হওয়ার নিউজের পরিপ্রেক্ষিতে
তিনি একথা জানান।
এরপর সোমবার (১৮ জুলাই) বিকালে সচিবালয়ে বিদ্যুৎ,
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক বিদ্যুৎ
সাশ্রয় ও জ্বালানি আমদানি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান,
মসজিদে এসি বন্ধের বিষয়ে বলা হয়নি। বলা হয়েছে নামাজের সময় ছাড়া এসি
ব্যবহার না করতে।
প্রতিমন্ত্রী বলেন, এটা সব উপাসনালয়ের ক্ষেত্রেই
প্রযোজ্য। মসজিদ, মন্দির, প্যাগোডা সবক্ষেত্রেই এসির ব্যবহার সীমিত করার
কথা বলা হয়েছে।
সকালে সমন্বয় সভা পর পরই যখন মসজিদে এসি ব্যবহার করা
যাবে না এমন সংবাদ পরিবেশিত হয় তখন সোশ্যাল মিডিয়ায় অনেককে ক্ষোভ প্রকাশ
করতে দেখা যায়। কিন্তু বিকালের সংবাদ সম্মেলনে যখন প্রতিমন্ত্রী বিষয়টি
ক্লিয়ার করেন তখন অনেককে আবার প্রতিমন্ত্রীকে ধন্যবাদ দিতেও দেখা যায়
সোশ্যাল মিডিয়ায়।