ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত
Published : Wednesday, 20 July, 2022 at 12:00 AM, Update: 20.07.2022 1:12:15 AM
কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহতমোঃ হুমায়ূন কবির মানিক  ||
পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হলেন এক ব্যবসায়ী। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনা বাজারে মঙ্গলবার দুপুর ১টার দিকে উত্তরদা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী আবু ইউসুফ জাবেদ (৩৭) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের বড় বাড়ীর মাওলানা হাবিবুর রহমানের ছেলে এবং খিলার ফারুক মেম্বারের চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজার থেকে সিএনজি করে আবু ইউসুফ জাবেদ তার পরিবারের ৪/৫ জন সদস্যসহ নাঙ্গলকোটে আত্নীয়ের বাড়ীতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনা বাজারে আসলে সিএনজি থেকে সদস্যরা নেমে পড়েন। আবু ইউসুফ জাবেদ তখন সিএনজির পাশে দাঁড়িয়ে চালকের সাথে কথা বলছিলো। এসময় নোয়াখালী থেকে আসা কাভার্ড ভ্যান সিএনজির পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে আবু ইউসুফ জাবেদ মারা যায়।
খবর পেয়ে লাকসাম হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় এসআই জসিম উদ্দিন বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়ে মুছড়ে গেছে সিএনজিটি। এতে একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান গাড়ি জব্দ করা হয়েছে।
লাকসাম হাইওয়ে থানার ওসি কাইয়ুম চৌধুরী বলেন, কুমিল্লা-নোয়াখালী সড়কের চন্দনা বাজার ও উওরদা ইউনিয়ন পরিষদের সামনে দুপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজির একজন যাত্রী নিহত হয়।