বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, অনেক মানুষ মরে গেলে তার কোন স্মৃতি থাকে না আবার অনেক মানুষ তাঁর কর্মের মধ্যেই সারা জীবন বেঁচে থাকে। মরেও অমর হয়ে থাকে।
সোমবার (১৮ জুলাই) বিকেলে চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে উপজেলা কৃষকলীগ আয়োজিত কৃষকলীগ সাধারণ সম্পাদক একেএম রুহুল আমিন এর স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি গানের সুরে বলেন, ‘কাগজে লিখ নাম ছিঁড়ে যাবে / পাথরে লিখ নাম ক্ষয়ে যাবে / হৃদয়ে লিখ নাম রয়ে যাবে।’ আপনারা স্ব-স্ব কর্ম দিয়ে মানুষের হৃদয়ে নাম লিখাতে হবে। একেএম রুহুল আমিনও তার কর্মের মাধ্যমে চান্দিনার মহিচাইল ইউনিয়ন তথা উপজেলার মানুষের হৃদয়ে থাকবে।
এসময় মরহুম একেএম রুহুল আমিন চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ আহবায়ক পার্থ সারথি দত্ত, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সরকার, সেলিম ভূইয়া, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চান্দিনা উপজেলা কৃষকলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেক মেলিটারি, সহ-সভাপতি ফজলুল করিম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল বারি মকুল, আইন বিষয়ক সম্পাদক এড. শাহজালাল মিঞা শিপন, ত্রাণ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক জালাল মেম্বার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া, ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল প্রমুখ।
প্রসঙ্গত, মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান একেএম রুহুল আমিন ভূইয়া গত ১১জুলাই দিনগত রাত সাড়ে ১২টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। তিনি উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।