ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘বঙ্গবন্ধুসহ সকল শহীদের প্রতি আমরা দায়বদ্ধ’
১৫ আগস্ট কুমিল্লায় জাতীয় শোকদিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা
Published : Wednesday, 20 July, 2022 at 12:00 AM, Update: 20.07.2022 1:12:31 AM

‘বঙ্গবন্ধুসহ সকল শহীদের প্রতি আমরা দায়বদ্ধ’নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে যে কোন অনুষ্ঠান যেন আমরা অবহেলা না করি। শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান শেষ- এটা যেন না ভাবি। দায়বদ্ধতা থেকে অনুষ্ঠানগুলো করে সবার উপস্থিতি নিশ্চিত করতে হবে। কেউ কি অস্বীকার করতে পারবে- বাংলাদেশের স্বাধীনতায় ৩০ লক্ষ মানুষের আত্মদান? আমারা কি সেই শহীদদেও আত্মদানের দায়বদ্ধতা অস্বীকার করবো? আমরা কি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মদান অস্বীকার করতে পারবো? পারবো না। আমাদের জাতির জনকের প্রতি দায়বদ্ধতা থেকেই সকল অনুষ্ঠানে অংশ নিতে হবে।
গতকাল কুমিল্লায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্বে করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এসময় এমপি বাহার আরো বলেন, জাতির জনক কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখনো পৃথিবীর অনেক দেশের চেয়ে এগিয়ে আছে। প্রাকৃতিক সৌন্দর্য্যে যেমন এগিয়ে তেমনি অন্যান্য খাতেও দিন দিন এগিয়ে যাচ্ছে।  
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. এএফএম আবদুল মঈন, পুলিশ সুপার ফারুক আহমেদ, র‌্যাব কুমিল্লার কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ¦ ওমর ফারুকসহ অন্যান্যরা।  
সভায় জাতীয় শোক দিবসের সকল অনুষ্ঠান দিনের আলোয় শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া উত্তপ্ত আবহাওয়ার কথা মাথায় রেথে যেন সকল কর্মসূচি নেয়া হয়- সে ব্যাপারে পরামর্শ দেন সভায় উপস্থিত সদস্যরা। সভা থেকে জানানো হয় যেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্মজীবনী নিয়ে কুইজ বা সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।