ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লোডশেডিংয়ে চুরি-ছিনতাইয়ের ভয়, অভয় দিচ্ছে পুলিশ
Published : Saturday, 23 July, 2022 at 12:00 AM
বাইরের শহরগুলোতে সন্ধ্যা নামার পর কোথাও কোথাও অন্ধকার ঘনিয়ে আসতো ঠিকই, কিন্তু রাজধানী ঢাকা ছিল সদা আলোকোজ্জ্বল। প্রায় এক দশকেরও বেশি সময় পর আলোকিত সেই ঢাকার বিভিন্ন এলাকা পালা করে নিমজ্জিত হচ্ছে অন্ধকারে। দোকানপাট বন্ধ হওয়ায় সড়কে লোকজনও আগের চেয়ে কম। একদিকে অন্ধকার, আরেকদিকে ফাঁকা রাস্তা—এই দুইয়ে মিলে কিছুটা ভুতুরে নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। তবে ভূতের ভয় না থাকলেও এই অন্ধকারে চুরি-ছিনতাইয়ের ভয় বেড়েছে নগরবাসীর। অবশ্য পুলিশ বলছে, লোডশেডিংকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লোডশেডিংয়ের শিডিউল দেখে নির্দিষ্ট এলাকাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি পেট্রোল। খবর বাংলা ট্রিবিউনের।
বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে পৃথিবীর বিভিন্ন দেশের মতো সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে বাংলাদেশ। ফলে সম্প্রতি সারা দেশের পাশাপাশি রাজধানী ঢাকাতেও জোনভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিংয়ের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যুৎ খরচ কমানোর জন্য বাড়তি আলোও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর আগে থেকেই রাত ৮টার পর শপিংমলসহ দোকানপাট বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জানান, লোডশেডিংয়ের সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোবাইল পেট্রোল, ভেহিক্যাল পেট্রোল ও ফুট পেট্রোলিং বাড়ানো হয়েছে। শিডিউল দেখে যেসব এলাকায় যখন লোডশেডিং হয়, সেসব এলাকায় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা বলছেন, আলোকিত অবস্থায় থাকতে থাকতে এখন হঠাৎ করে অন্ধকার ভীতি পেয়ে বসেছে। রাত ৮টার পর সড়কে লোকজনও কম থাকে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হলে ছিনতাইকারীর ভয় পেয়ে বসছে। এছাড়া বাসা বাড়িতে লোডশেডিংয়ের সময় চুরির ভয়ে বাড়তি সতর্কতাও নেওয়া হচ্ছে।
মিরপুরের পল্লবী সিরামিক এলাকার বাসিন্দা আসাদুজ্জামান স্বপ্ন জানান, লোডশেডিংয়ের কারণে অন্ধকার রাস্তায় কিছুটা ভীতি কাজ করছে। গত কয়েকদিনে পল্লবী ও কালশি এলাকার ফাঁকা রাস্তায় ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে বলে তিনি শুনেছেন। বিশেষ করে লোডশেডিংয়ের সুযোগে মাদকাসক্ত তরুণরা চুরি-ছিনতাই করছে।
মিরপুরের রূপনগরের বাসিন্দা কাজী গোলাম রাব্বানী বলেন, ‘লোডশেডিংয়ের কারণে চুরি-ছিনতাইয়ের শঙ্কা বেড়েছে। এজন্য আমরা নিজেরাও লোডশেডিংয়ের সময় কিছুটা সতর্ক থাকছি। বিশেষ করে বাসার মেইন গেট তালাবন্ধ রয়েছে কিনা তা চেক করা হচ্ছে। এলাকার সড়কভিত্তিক নিরাপত্তারক্ষীরাও আগের চেয়ে বেশি সজাগ থাকছে।’
পেশায় বেসরকারি চাকুরিজীবী গোলাম রাব্বানী বলেন, ‘‘রাত ৮টার পর সড়কে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় কিছুটা ‘ইনসিকিওর ফিল’ হচ্ছে। তবে এলাকায় এখনও চুরি- ছিনতাইয়ের কোনও খবর পাইনি।’
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, যেকোনও অপরাধী টার্গেট এবং সুযোগের সমন্বয়ের মাধ্যমে অপরাধ সংগঠিত করে থাকে। লোডশেডিংয়ের কারণে চোর ও ছিনতাইকারীরা দ্রুত টার্গেট ও সুযোগের সমন্বয় করতে পারবে। একারণে লোডশেডিংয়ের সময় চুরি-ছিনতাই বাড়ার শঙ্কা রয়েছে। আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এসব নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘‘লোডশেডিংয়ের সময় বাড়তি সতর্ক থাকার জন্য নগরবাসিকেও সচেতন করছি। বিশেষ করে বিট পুলিশের মাধ্যমে ‘উঠান বৈঠকে’ এসব বিষয়ে আলোচনা করছি। এছাড়া আমরা আগের চেয়ে পেট্রোলিংয়েও সুপারভিশন বাড়িয়েছি।’’