মোঃ হুমায়ুন কবির মানিক ||
স্থানীয়
সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘দেশ খাদ্য
উৎপাদনে স্বয়ংসম্পন্ন হয়েছে। এ বাংলাদেশ জাতির জনকের হাতে গড়া, তার সুযোগ্য
কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ যোগ্যতায় এ দেশকে এগিয়ে
নিয়ে যাচ্ছেন।’
শনিবার (২৩ জুলাই) কুমিল্লার মনোহরগঞ্জে পোমগাঁওস্থ নিজ
বাড়িতে জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে
মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার
সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বইসহ অন্যান্য সুযোগ সুবিধা চালু করায়
আজ রিক্সাওয়ালার ছেলে, কৃষকের মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে।
কমিউনিটি ক্লিনিক করে তৃণমুল পর্যায়ে স্বাস্থসেবা নিশ্চিত করা হয়েছে।
যোগাযোগ, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব
উন্নয়ন সাধিত হয়েছে। দেশে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। শিক্ষকদের বেতন বৃদ্ধি,
দারিদ্র বিমোচন, ইন্টারনেট সুবিধা সবই শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়িত
হচ্ছে।’
মন্ত্রীর নির্বাচনি এলাকার মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীকে
আরো কঠোর হওয়ার নির্দেশ দেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে
মন্ত্রী বলেন, ‘ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় আমার অবস্থান স্পষ্ট। হারাম খাওয়ার
জন্য, চুরি করার জন্য, জনগনের সাথে প্রতারণা করার জন্য আমি সংসদ সদস্য হই
নাই। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন।’
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার
প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, এলজিইডি কুমিল্লার
নির্বাহী প্রকৌশলী মির্জা মো. ইফতেখার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের
প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, জনস্বাস্থ্য কুমিল্লার নির্বাহী
প্রকৌশলী নাসির উল্ল্যা, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা,
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা ভাইস
চেয়ারম্যান আমিরুল ইসলাম, এলজিআরডি মন্ত্রী উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল
হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ
সফিউল আলম, মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী,
কেন্দ্রীয় যুবলীগ সদস্য শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক
আবুল কালাম আজাদ, আবুল বাশার, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী,
আব্দুল হান্নান হিরু, মোঃ কামাল হোসেন , আশিকুর রহমান হিরণ, আব্দুল
মান্নান, ইকবাল মাহমুদ, আল আমিন ভূইয়া , আব্দুল মজিদ খান রাজু , মফিজুর
রহমান, উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ শফিকুর
রহমান, শাহিন জিয়া , আবুল বাশার, জানে আলম, এম এইচ নোমান, উপজেলা
সেচ্ছাসেবকলীগ আহবায়ক সেলিম কাদের চৌধুরী , যুগ্ম আহবায়ক রুহুল আমিন,
ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামিম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব
প্রমুখ।