ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির সময় কমছে
Published : Tuesday, 26 July, 2022 at 12:00 AM
গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির সময়সীমা ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন নির্ধারণ করে ‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, ‘এই আইনটাকে একটু রিভিশন করা হয়েছে। যেমন নাবালকের পরিবর্তে শিশু কথাটি লেখা হয়েছে। আগের আইন অনুযায়ী শুধু নাবালককে গ্রাম আদালতে আনা যেত, এখন বলা হচ্ছে না, শিশুকে আনা যাবে। শিশুর যে ডেফিনেশন আছে শিশু আইনে, সে অনুযায়ী শিশুকে ডেসক্রাইব করতে হবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০১৩ সালে যখন আইনটা করা হয় তখন নিষ্পত্তির সীমা ছিল ৩০ দিন। এখন এটা কমিয়ে নিয়ে এসে ১৫ দিন করা হয়েছে।’
‘২০১৩ সালে একটা বিষয় ছিল যে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে তারা ৭৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করতে পারবে। এখন এটা তিন লাখ টাকা করে দেওয়া হয়েছে।’
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘গ্রাম আদালতে পাঁচজন সদস্য থাকবেন। একজন চেয়ারম্যান বাকি হলো দুই পক্ষ থেকে দুজন করে। নারী যদি থাকে নারী একজন থাকবেন। বিশেষ করে যদি নারী অভিযোগকারীনি থাকে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যদি লোক মারা যায় আদালত করার সময়, তাহলে সিভিল এবং ক্রিমিনাল দুই ক্ষেত্রেই সে যদি ঘোষণা (কে মামলা চালাবেন) করে যায় তাহলে তিনি (যাকে মনোনীত করবেন), তা না-হলে ওয়ারিশান অনুযায়ী যিনি বিবেচিত হবেন তিনি এই মামলাটি এগিয়ে নেবেন।’