ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবারও ব্যয় সাশ্রয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
Published : Tuesday, 26 July, 2022 at 12:00 AM
আবারও ব্যয় সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ জুলাই) কেবিনেট মিটিংয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের এমন নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন।
ক্যাবিনেট সচিব জানান, আমাদের প্রকল্পগুলোর ক্যাটাগরি করা হয়েছে— এ, বি, সি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুরুত্ব অনুযায়ী প্রকল্পগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ফেলবে।
তিনি আরও জানান, এই ক্যাটাগরির প্রকল্পের পুরো টাকা খরচ করা যাবে। ‘বি’ ক্যাটাগরির প্রকল্পগুলোতে ৭৫ শতাংশ পর্যন্ত খরচ করা যাবে। ‘সি’ ক্যাটাগরির প্রকল্পগুলো স্থগিত থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যা না কিনলেই নয়, সেগুলোর কেনাকাটা চলবে। যেগুলো আপাতত না হলেও চলবে, সেগুলো স্থগিত থাকবে।
তিনি বলেন, বিদেশে প্রশিক্ষণের বিষয়ে এরইমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি কোষাগার থেকে বিল হয় এমন কোনও বিদেশভ্রমণ এখন মন্ত্রণালয়গুলো করতে পারবে না। তবে দরপত্রে থাকা দরদাতার ব্যয়ে প্রযুক্তি স্থানান্তর সংক্রান্ত যে সফর রয়েছে সেগুলো বন্ধ থাকবে না।
উৎপাদন বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন বলেও জানিয়েছেন সচিব।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কোথাও যদি এক-ফসলি জমি থাকে, সেখানে তিন ফসল করার বিষয়টি চিন্তা করতে বলেছেন প্রধানমন্ত্রী। বাড়ির উঠানে শাকসবজির চাষও বাড়াতে হবে।
তিনি বলেন, এরইমধ্যে আবার ইউক্রেনের ওডেসা বন্দরে বোমাবর্ষণ হয়েছে। চুক্তি হয়েছে ইউক্রেন থেকে খাবারটা বেরিয়ে আসবে। বন্দর ছাড়া আসবে কীভাবে? এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। সরকার বিভিন্ন উৎস থেকে খাবার ও সার আনার চেষ্টা করছে। আমাদের সতর্ক থাকতে হবে।
সচিব বলেন, ‘আমাদের বারবার অনুরোধ করা হয়েছে। যেভাবে হোক আমরা যেন সাশ্রয়ী হই। আমি এরইমধ্যে আমার অফিস রুমে জানালার পর্দা তুলে দিয়েছি, লাইট বন্ধ রাখছি।’
উল্লেখ্য, সরকারি ব্যয় কমাতে ২০২২-২৩ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেট খাতে বরাদ্দ অর্থ সাশ্রয় ও হ্রাসের নির্দেশনা দিয়েছে সরকার। জ্বালানির ব্যবহার কমাতে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবারের মন্ত্রিসভা বৈঠকটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেন।