ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সমুদ্রে মাছ ধরার নৌযানের রেজিস্ট্রেশন লাগবে
Published : Tuesday, 26 July, 2022 at 12:00 AM
সমুদ্রে মাছ ধরতে যাওয়া সব নৌযানকে রেজিস্ট্রেশন নম্বর নিতে হবে। নৌযানে লাগাতে হবে বিশেষ রঙ। যাতে দূর থেকেও বাংলাদেশের নৌযানগুলোকে আলাদা করা যায়। এমন বিধান সম্বলিত ‘সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালা, ২০২২’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আগামী চার মাসের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশও দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ওই খসড়া অনুমোদন করা হয়। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সমুদ্রে মিয়ানমারের কিছু নৌকা আমাদের সীমানায় ঢুকে যাচ্ছে। ২০-৪০ হাজার নৌকার মধ্যে বাইরের একটা নৌকা চিহ্নিত করা মুশকিল। ভারতীয় নৌকার একটা বিশেষ রঙ আছে, রেজিস্ট্রেশন নম্বরও আছে। আমাদের নেই। এক্ষেত্রে মন্ত্রিপরিষদ থেকে যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন নম্বরের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী চার মাসের মধ্যে নৌকা বা শিপ যেগুলো সমুদ্রে যাবে সেগুলোকে রঙ ও নম্বর নিতে হবে। আলোচনায় এসেছে রঙ লাল-সবুজ করা যায় কি না। কারিগরি বিষয়গুলোয় মৎস্য অধিদফতর দেখবে।’
তিনি আরও বলেন, ‘সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী একটি নীতিমালা করা হয়েছে। ২০টি প্রতিষ্ঠানকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে আমরা সামুদ্রিক মৎস্য আহরণকে একটা সিস্টেমে আনতে পারি।’
সচিব বলেন, ‘সমুদ্রে যত নৌযান মাছ ধরে সেগুলোকে অতিদ্রুত নিবন্ধন করা কঠিন। তাই এ মুহূর্তে রঙ করে একটি নম্বর দেওয়া হবে। যাতে অন্তত আইডেন্টিফাই করা যায়।’