ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শহীদ হোসাইন
Published : Thursday, 28 July, 2022 at 3:41 PM
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শহীদ হোসাইন সাবেক আইএইএ বিশেষজ্ঞ ড. শহীদ হোসাইনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দিয়েছে সরকার।  

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৮ জুলাই) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
 

প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদায় ও বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।  

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।