ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলায় আলোচনা সভা বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন
Published : Friday, 29 July, 2022 at 12:54 AM
স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলায়  আলোচনা সভা বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত
"গৌরবজ্জল, সংগ্রাম ও সাফল্যের" ২৮ বছরে পা রাখলে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ  আওয়ামীলীগের অন্যতম শরিক দল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের  আয়োজনে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় কুমিল্লা  জেলার বুড়িচং  উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালী  অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা  আওয়ামীলীগের দলীয় কাযর্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের  আহবায়ক মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠান পরিচালনা করেন  উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল সারওয়ার, শাহজালাল সাজু, রাজাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জামাল হোসেন মামুন, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, মোকাম ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইন্দ্রজিত ভৌমিক, ভারেল্লা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা ও ইউপি সদস্য মোঃ ফারুক আব্বাস, মোঃ সেলিম হোসেন, মোঃ জসিম উদ্দিন, আমির হোসেন, বাহাদুর, শরীফুল ইসলাম এবং  জুয়েল রানা প্রমুখ।