‘সমন্বিত প্রচেষ্টায় মৎস্য সেক্টর এগিয়ে যাচ্ছে’
Published : Saturday, 30 July, 2022 at 12:00 AM
বশিরুল
ইসলাম: সকলের সমন্বিত প্রচেষ্টায় মৎস্য সেক্টর দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের
মানুষের মাছের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে। প্রান্তিক
মানুষকে এ সেক্টরের সাথে সম্পৃক্ত করার কারণে চাষীরা যেমন লাভবান হচ্ছে
তেমনি জাতিও লাভবান হচ্ছে। সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের
মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয়
উপ-পরিচালক মো: আব্দুস সাত্তার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গতকাল
২৯ জুলাই শুক্রবার কুমিল্লা জেলা মৎস্য কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা
মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম
বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক আবু সাঈদ, সহকারী পরিচালক ওমর ফারুক, আদর্শ
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, মৎস্যচাষী,
ব্যবসায়ী, উদ্যোক্তা সাংবাদিকসহ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের
কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় সভাপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা
শরীফ উদ্দিন বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নানা কর্মসূচী গ্রহন করেছি এবং
সেগুলো সপ্তাহ জুড়ে বাস্তবায়ন করেছি। সারাদেশে একযুগে এ মৎস্য সপ্তাহ
উদযাপন করা হয়েছে। ভবিষ্যতে মৎস্য সপ্তাহ উদযাপন কিভাব করলে আরো সুন্দর হবে
তার জন্য সকলের মতামত ও পরামর্শ নিয়ে তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
তিনি
আরো বলেন, মৎস্য সপ্তাহ এখানে শেষ নয় আমরা সামনের আরো কিছু দিন কার্যক্রম
চালিয়ে যাব। কিছুদিনের মধ্যে আমরা বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবো।
জেলা শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় যেখানে কারেন্ট জাল ক্রয়বিক্রয় হয়
সেখানে আমরা মনিটরিং জোরদার করবো। বাস্তবভিত্তিক ভ্রাম্যমান আদালত পরিচালনা
করে মানুষের কাছে আরো গ্রহনযোগ্য করে তুলবো। সকলের ঐকান্তিক প্রচেষ্টায়
আমরা অতি শীঘ্রই মৎস্য উৎপাদনে প্রথম স্থান দখল করার চেষ্টা করবো। মৎস্য
বিভাগের লোকজন, প্রান্তীক চাষী, কৃষক, উদ্যোক্তা, প্রশাসনের লোকজনসহ সকলে
মিলে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাবো।
তিনি আরো বলেন, কুমিল্লা তথা সারা
দেশে মৎস্য সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে। আমরা এখন দেশের চাহিদা পূরণ করে
বিদেশে মাছ রপ্তানি করছি। রপ্তানির পরিমান আগের চেয়ে অনেকগুন বেড়েছে। তাই
দেশে প্রচলিত মৎস্য আইন অনুযায়ী কোন প্রকার কারেন্টজাল ব্যবহার নিষিদ্ধ করা
হয়েছে। কারেন্টজাল কোন পাইকারী বা খুচরা বিক্রেতা বিক্রি করছি কিনা তা
দেখার জন্য এবং খুজে বের করার জন্য আমরা অভিযান অব্যাহত রাখবো। আমাদের জনবল
সংকট রয়েছে। তারপরেও এই সীমিত জনবল নিয়েই আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে
এবং তা করে যাচ্ছি। সপ্তাহ ব্যাপী আমরা মৎস্য সপ্তাহ উদযাপন, পোনা
অবমুক্তকরণ, মৎস্য চাষীদের পুরস্কার প্রদান, সচেতনাতমূলক সভা সেমিনার,
সাংবাদিক সম্মেলন, নিষিদ্ধ কারেন্টজালের বিরুদ্ধে অভিযান পরিচালন সহ নানা
কর্মসূচী পালিত হয়েছে। সকল কর্মসূচীতে, স্থানীয় এমপি, প্রশাসন, মৎস্য
সেক্টরের কর্মকর্তা কর্মচারী, সাধারণ লোকজন, প্রান্তীক চাষী, উদ্যোক্ত
প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগত
অতিথিরা মতামত প্রকাশ করে বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর কুমিল্লা
মৎস্য সপ্তাহ সুন্দরভাবে উদযাপন করা হয়েছে । এজন্য সাংবাদিকদের ও ধন্যবাদ
জানান জেলা মৎস্য কর্মকর্তা।