ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বার পৌরসভা ড্রেন আছে স্লাব নেই!
Published : Saturday, 30 July, 2022 at 12:00 AM, Update: 30.07.2022 1:31:22 AM
দেবিদ্বার পৌরসভা ড্রেন আছে স্লাব নেই!শাহীন আলম, দেবিদ্বার ||
ড্রেন নির্মাণের দীর্ঘ দিন পরেও ড্রেনের ওপর এখনো স্লাব (ঢাকনা) বসানো হয়নি। এর ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। স্কুলের ছাত্র-ছাত্রীসহ পথচারীরা ফুটপাতে হাঁটতে গিয়ে সবসময় ভয়ে থাকেন কখন কে পড়ে যায় ড্রেনে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও খোলা  ড্রেনে ঢাকনা স্থাপনে দেবিদ্বার পৌরসভার কোনো উদ্যোগ নেই। এ অবস্থা দেবিদ্বার পৌর এলাকার নিউ মার্কেট থেকে ছোট আলমপুর (ইকরানগরী) এলাকা পর্যন্ত। সড়কের পাশে ফুটপাতের পাকা ড্রেনের উপর স্লাব (ঢাকনা) না থাকায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক নারী পুরুষ ও শিশুরা। স্থানীয় লোকজন জানান, ড্রেনের ঢাকনা না থাকায় ফুটপাত ব্যবহারকারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। দিনে সাবধানতা অবলম্বন করলেও চলাচল করা গেলেও রাতের অন্ধকারে ঢাকনাবিহীন ড্রেনে অনেককে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। সবাই আতঙ্কে নিয়ে চলাচল করতে হয়। মানুষের চলাচলের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে  পৌরসভার এ ড্রেন।
এলাকাবাসী ও ব্যবসায়ীদের অভিযোগ, দেবিদ্বার এসএ সরকারী কলেজ রোডটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করায় প্রায় যানজট লেগেই থাকে এ রোডে। ফলে পথচারীরা সময় বাঁচাতে মূল সড়কে না হেটে ঝুঁকি নিয়ে ড্রেনের ওপর দিয়েই চলাচল করছেন। স্থানীয় দোকানের মালিকরা ড্রেনের ওপরে  কিছু কিছু স্লাবের গর্তের মুখে কাঠ বাঁশ দিলেও মাঝে মধ্যে তাও পিছলে পা ও পুরো শরীর গর্তের নিচে পড়ে যায়। এতে নারী, শিশু ও বয়স্করা গুরুতর আহত হচ্ছেন। দ্রুত ড্রেনের ওপরের গর্তে স্লাব বসানোর দাবি জানান তাঁরা।
এ বিষয়ে ঠিকাদার মো. মোসলেম মোল্লা বলেন, পৌরসভার ইঞ্জিনিয়ার স্লাবের নকশার ডিজাইন দিয়েছেন। চার-পাঁচ দিনের মধ্যে লাগানো শুরু হবে। দেবিদ্বার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ঠিকাদারকে বলা হয়েছে দ্রুত ড্রেনের স্লাব বসানোর জন্য। দু চারদিনের মধ্যে স্লাব বসানোর কাজ শুরু হবে।