ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু
সাঈদ হাসান
Published : Saturday, 30 July, 2022 at 12:49 PM
কুবিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরুকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের ৯টি কেন্দ্রে   'ক' ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ভর্তি পরীক্ষা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে  শিক্ষার্থী পরীক্ষায় ৯ হাজার ১১ জন অংশগ্রহণ করবে।

ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া চেষ্টা করছে।  পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের বিনএনসিসি রোভার স্কাউটস রয়েছে।

কেন্দ্র পর্যবেক্ষণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আব্দুল মঈন জানান, সুষ্ঠু পরীক্ষা গ্রহণ ও জালিয়াতি প্রতিরোধে আমরা সতর্ক রয়েছি। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ম্যাজিস্ট্রেট ও পুলিশ  সবকিছু পর্যবেক্ষণ করতেছে। এখনো পর্যন্ত আমরা সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করি নির্বিঘ্ন ভাবে পরীক্ষা শেষ করতে পারবো।