ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
Published : Saturday, 30 July, 2022 at 1:04 PM
কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটককুমিল্লায় ৬৮৬ বোতল ফেন্সিডিল ও ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।২৯ জুলাই শুক্রবার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার মধ্যম ঢুলিপাড়া (বড়বাড়ী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বারপাড়া (দক্ষিণ পাড়া) গ্রামের মোঃ আমির হোসেন’র ছেলে মোঃ রাসেক আহম্মদ(৪১) এবং সদর দক্ষিণ মডেল থানার বল্লভপুর প্রঃ সামবল্লভপুর গ্রামের মৃত হাজী আব্দুল হাকিম’র ছেলে মোঃ আমিনুল ইসলাম প্রঃ আমিন(৭২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১১, সিপিসি-২ এর কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কার ও মোটর সাইকেলে পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।